তথ্য কমিশন আদালতে আজ ১৪টি অভিযোগের (০৫টি গ্রহণযোগ্যতা বিষয়ক)শুনানীশেষে ১০টি অভিযোগের নিষ্পত্তি করা হয় এবং ০৪ টি অভিযোগের পরবর্তী শুনানীর তারিখ নির্ধারিত হয়|
শুনানীতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান এবং তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার|
তথ্য কমিশনে বৃহস্পতিবার শুনানীতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান এবং তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার|
নিষ্পত্তিকৃত অভিযোগগুলো হচ্ছে ভোলার চরফ্যাশন ফরেস্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা, রাজশাহী কমান্ড্যান্ট(এসপি) কার্যালয়ের কমান্ড্যান্ট, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সহকারী ব্যবস্থাপক, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ধানমন্ডি সাত মসজিদ রোড শাখার ব্যবস্থাপক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা, কিশোরগঞ্জ হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টার এবং রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম এর বিরুদ্ধে আনিত অভিযোগ| শুনানীতে আবেদনকারীদের প্রার্থিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের নির্দেশ দেওয়া হয়। এছাড়া ০৩টি অভিযোগ (গ্রহণযোগ্যতা বিষয়ক) একক শুনানীর মাধ্যমে নিষ্পত্তি করা হয়|
অন্যদিকে ঢাকা ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনার(ভূমি), গাইবান্ধা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে আনিত অভিযোগ এবং দুটি গ্রহণযোগ্যতা বিষয়ক শুনানীর পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়|
স্বাক্ষরিত/-
(লিটন কুমার প্রামাণিক)
জনসংযোগ কর্মকর্তা
তথ্য কশিমন
ফোন-9137332
মোঃ ০১৭১০-৪৩৭২৬৬
E-mail: pro@infocom.gov.bd