Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০১৭

তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ এখন অনলাইনে


প্রকাশন তারিখ : 2017-04-27

সরকারি দপ্তরসমূহে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এখন অনলাইনেই তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ নিতে পারবেন| আজ ২৫ এপ্রিল মঙ্গলবার এক অনুষ্ঠানে অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন এবং অফলাইন প্রকাশনার প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মোঃ গোলাম রহমান|

 

 তথ্য অধিকার আইনের অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন এবং অফলাইন প্রকাশনার মোড়ক উন্মোচন করছেন মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম এবং সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মোঃ গোলাম রহমান| অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মরতুজা আহমেদ, তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ|

 

অনুষ্ঠানে জনাব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাংলাদেশে দৃশ্যত তথ্য কমিশনই প্রথম অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করল| এর মাধ্যমে জনগণ কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন ব্যাবহার করে নিজেদের ইচ্ছামত অবসর সময়ে প্রশিক্ষণ গ্রহণ করে তথ্য অধিকার আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে| তিনি বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণে তথ্য অধিকার আইন অন্তর্ভুক্ত করার কথাও বলেন|

প্রধান তথ্য কমিশনার বলেন, অনলাইনে তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ প্রযুক্তির সম্প্রসারণের একটি প্রয়াস| তিনি বলেন, যে কেউ এই আইন সম্পর্কে প্রশিক্ষণ নিলে সমাজের জন্য তা কল্যানকর হবে| এর একটি ডিমান্ড সাইড আছে| তথ্য অধিকার আইন ব্যবহার করে বর্তমানে জনগণ অনেক তথ্য পাচ্ছেন, দুর্নীতির বিষয়গুলো বেরিয়ে আসছে| এতে সমাজ অনেক এগিয়ে যাচ্ছে| এই আইনের যথাযথ ব্যবহারে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে| তথ্য অধিকার আইনের প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন প্রধান তথ্য কমিশনার|

তথ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মরতুজা আহমেদ বলেন, তথ্য অধিকার আইন এবং তথ্য প্রযুক্তির প্রয়োগ এই দুইয়ের সমন্ময়ে দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার সুযোগ আছে| তিনি বলেন, বিশ্বে বর্তমানে ৬.৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে| আমাদের দেশে প্রায় ১২ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে| সেক্ষেত্রে সরকারের পেপারলেস অফিস ব্যবস্থাপনায় অনলাইন প্রশিক্ষণ একটি মহতি উদ্যোগ|

তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার বলেন, প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রে যদি তথ্য অধিকার আইনকে অন্তর্ভুক্ত করা যায় তবে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই নয় বরং সকল কর্মকর্তা এই আইন সম্পর্কে জানতে পারবেন| আপীল কর্মকর্তার জন্য একটি এবং সাধারণ জনগণের জন্য আরো একটি অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই আইন আরো বেশি কার্যকর হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন|

তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে দ্রুত প্রশিক্ষিত হতে পারবেন| প্রাচীনকাল থেকে তথ্য গোপন করার সংস্কৃতি থেকে বেরিয়ে তথ্য দেওয়ার মানসিকতা তৈরি হবে|

জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সার্বক্ষনিক সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের সাথে তথ্য কমিশনের ওয়েবসাইটের প্রশিক্ষণের একটা লিংক রাখার প্রস্তাব করেন|

এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর বলেন, বিভিন্ন দপ্তরে ক্রমাগত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন হচ্ছে| তাই সারাদেশে প্রশিক্ষণ দিয়ে শেষ করা যাচ্ছে না| এক্ষেত্রে অনলাইন প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে|

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|

 

                                                     স্বাঃ-

                                                (লিটন কুমার প্রামাণিক)

                                                জনসংযোগ কর্মকর্তা

                                                  তথ্য কমিশন

                                                ফোনঃ ০২-৯১৩৭৩৩২

                                                মোঃ ০১৭১০৪৩৭২৬৬

                                            ই-মেইলঃ pro@infocom.gov.bd