কমিউনিটি রেডিও সম্প্রচারকারীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো: গোলাম রহমান “তথ্যের চাহিদা সৃষ্টির লক্ষ্যে সম্প্রচার পরিকল্পনা প্রণয়ন কৌশল” বিষয়ে আলোচনা করেন| অনুষ্ঠানে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, তথ্য কমিশনার ড. খুরশীদা বেগম সাঈদ, তথ্য কমিশনের পরিচালক ভুঁইয়া মোঃ আতাউর রহমান, উপ-পরিচালক ড. মো: আব্দুল হাকিম (উপ-সচিব), ফ্রেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) এর প্রোগ্রাম নির্বাহী সাবিলুর রহমান খান, বিএনএনআরসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন|