Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০১৭

তথ্য কমিশনে ১৯/১১/২০১৭ তারিখের শুনানীর ফলাফল


প্রকাশন তারিখ : 2017-11-21

তথ্য কমিশন আদালতে আজ ১০টি অভিযোগের শুনানীশেষে ০৮টি অভিযোগের নিষ্পত্তি করা  হয় এবং ০২ টি অভিযোগের  পরবর্তী  শুনানীর তারিখ  নির্ধারিত  হয় |

শুনানীতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান এবং তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার|

নিষ্পত্তিকৃত অভিযোগগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের (হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১)মহাব্যবস্থাপক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার এর তথ্য কর্মকর্তা, ঢাকার ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যশোরের বাঘারপাড়া উপজেলা মৎস কর্মকর্তা, কুমিল্লার মনোহরগঞ্জ বিপুলাসার ইউনিয়ন পরিষদের সচিব,  সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে  আনিত অভিযোগ। শুনানীতে  আবেদনকারীদের  প্রার্থিত  তথ্য  নির্দিষ্ট  সময়ের  মধ্যে  প্রদানের  নির্দেশ  দেওয়া  হয়।  

অন্যদিকে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)এর সহকারি ব্যবস্থাপক এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর সিএসআই এর বিরুদ্ধে আনিত অভিযোগের পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়|  

 

 

 স্বাক্ষরিত/-

(লিটন কুমার প্রামাণিক)

জনসংযোগ কর্মকর্তা

তথ্য কশিমন

ফোন-9137332

মোঃ ০১৭১০-৪৩৭২৬৬

E-mail: pro@infocom.gov.bd