Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০১৮

মরতুজা আহমদ নতুন প্রধান তথ্য কমিশনার


প্রকাশন তারিখ : 2018-01-18

সাবেক সচিব জনাব মরতুজা আহমদকে প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।  তিনি অধ্যাপক ড. মোঃ গোলাম রহমানের স্থলাভিষিক্ত হলেন।

তথ্য অধিকার আইন-২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী  মহামান্য রাষ্ট্রপতি জনাব মরতুজা আহমদকে উক্ত পদে নিয়োগ দিয়েছেন।  গতকাল বুধবার এতদসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা।  এর আগে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার পূর্বাহ্ণে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশনে যোগদান করেন।

 

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার জনাব মরতুজা আহমদকে তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সকলের সহযোগিতায় তথ্য অধিকার আইনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে তথ্য কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার।

 

 


                  স্বাক্ষরিত:-
                 ১৮-০১-২০১৮
(লিটন কুমার প্রামাণিক)
জনসংযোগ কর্মকর্তা
তথ্য কশিমন
ফোন-৯১৩৭৩৩২
মোঃ ০১৭১০-৪৩৭২৬৬

E-mail: pro@infocom.gov.bd