Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০১৬

তথ্য কমিশনে শুনানীর ফলাফল


প্রকাশন তারিখ : 2016-10-31

তথ্য  কমিশন  আদালতে  আজ  ১০টি  অভিযোগের  শুনানীশেষে  ৯টি অভিযোগের  নিষ্পত্তি  করা  হয়।  ১টি অভিযোগের  পরবর্তী  শুনানীর তারিখ  নির্ধারিত  হয়|

নিষ্পত্তিকৃত অভিযোগগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১৪, যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা, নুরুল্লাপুর এ. এ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে  আনিত অভিযোগ।  শুনানীতে  আবেদনকারীদের  প্রার্থিত  তথ্য  নির্দিষ্ট  সময়ের  মধ্যে  প্রদানের  নির্দেশ  দেওয়া  হয়।

অন্যদিকে সৈয়দপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালকের বিরুদ্ধে আনিত অভিযোগের পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়।

শুনানীতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম সাঈদ।