Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০১৭

তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2017-04-25

                তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় সরকারি দপ্তরসমূহে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই আইন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি অনলাইন প্রশিক্ষণ প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অনলাইন প্রশিক্ষণটির উদ্বোধন এবং অফলাইন প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে আগামী ২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার বিকেলে ৩টায় মন্ত্রিপরিষদ কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মোঃ গোলাম রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সার্বক্ষনিক সদস্য জনাম মোঃ নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মরতুজা আহমেদ, তথ্য কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ।

   তথ্য কমিশন এর জন্য অনলাইন প্রশিক্ষণ কোর্সটি বিশ্বব্যাংক এর সহায়তায় তৈরি করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই।

 

 

                                                     স্বাঃ-

                                                (লিটন কুমার প্রামাণিক)

                                                জনসংযোগ কর্মকর্তা

                                                  তথ্য কমিশন

                                                ফোনঃ ০২-৯১৩৭৩৩২

                                                মোঃ ০১৭১০৪৩৭২৬৬

                                            ই-মেইলঃ pro@infocom.gov.bd